এমএ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন রিয়াজ মাহমুদ।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
যোগদান উপলক্ষে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর নবাগত সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সরকারি দায়িত্বে নতুন এ কর্মকর্তার যোগদানে প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনসাধারণ।