এমএ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ অক্টোবর ২০২৫) শনিবার সকাল ১১টার সময় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এ সাধারণ সভার আয়োজন করা হয়। ভানুগাছ বাজার পৌরাণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও সোলেমান মিয়ার সঞ্চালনায় সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জনাব, মোঃ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ,বিশিষ্ট ব্যবসায়ি বাবু শংকর লাল সাহ, বিশিষ্ট ব্যবসায়ি বাবু রিন্টু দেব রায়, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ আবু-তালেব বিশিষ্ট ব্যবসায়ি নুরুল ইসলাম পুষ্প, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক হাজী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ রাসেল হাসান বক্ত, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সুয়েব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ি ইয়াকুব আলী সিরাজী,বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ নাজমুল হাসান মিটু, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক এমএ ওয়াহিদ রুলো, বিশিষ্ট ব্যবসায়ি সাইফুর রহমান, বিশিষ্ট মাসুম আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য প্রায় ২৫০ শতাধিক। বক্তারা বলেন, ভানুগাছ বাজার পৌরাণিক সমিতি হলো ব্যবসায়িক কল্যাণমূলক একটি সংগঠন।
সমিতির বার্ষিক আয় ব্যয় এর হিসাব পেস করেন পৌরাণিক সমিতির সহসভাপতি কাজী মোঃ মামুনুর রশীদ বর্তমান কোষাধ্যক্ষ সভায় উপস্থিত না তাকায় পূর্ণাঙ্গ হিসাব পেস করা সম্ভব হয়নি। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ হিবাস পেস করা হবে।
সভাপতির আরও বলেন যে, উপস্থিত ব্যবসায়িদেরকে বলেন সকল সফলতা আপনাদের সহযোগিতা মাধ্যমে অর্জন এবং সকল ব্যর্থতার দায় আমি। আমরা আগামীতে আরও সুন্দর হয়ে চলতে পারি সেদিকে দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। সাধারণ সভাকে প্রাণবন্ত করে তুলাতে সকল ব্যবসায়িকে শুভেচ্ছা অভিনন্দন ও আগামী সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়ে সবার কাজ সমাপ্ত ঘোষণা করেন।