1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ
বৃহত্তর সিলেটবাসীর ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার (১লা নভেম্বর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়ন, বন্ধ স্টেশন পুনরায় চালু, টিকিট কালোবাজারি দমন, ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কারের দাবি জানান।

কর্মসূচি সঞ্চালনা করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) মৌলভীবাজারের যুগ্ম সদস্য সচিব মো. আব্দুস সামাদ মুন্না।

এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে বিপুল রেমিট্যান্সের অবদান সত্ত্বেও সিলেটবাসী কেন যোগাযোগ ও অবকাঠামোতে অবহেলিত? আমাদের ৮ দফা দাবির মূল লক্ষ্য এই বঞ্চনা দূর করা। আমাদের দাবির কেন্দ্রে রয়েছে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্টেশনের প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকায়ন, টিকিট কালোবাজারি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নারী যাত্রীদের ভোগান্তি কমাতে মা-বোনদের জন্য আলাদা বিশ্রামাগার দ্রুত নির্মাণ ও জনগণের এই ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে না নিলে আজকের এই মানববন্ধনই শেষ নয়, বৃহত্তর সিলেটবাসী আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

ইউনাইটেড পিপলস বাংলাদেশ ( আপ বাংলাদেশ), কমলগঞ্জ এর মানববন্ধন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ, বণিক কল্যাণ সমিতি ভানুগাছ বাজার,কমলগঞ্জ উপজেলা বিএনপি, নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতৃবৃন্দ।

বণিক কল্যাণ সমিতি ভানুগাছ বাজার সভাপতি গোলাম কিবরিয়া সফি বলেন, জনগণের যাতায়াত পথ সহজ করতে ২ টি স্পেশাল ট্রেন ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নতীকরণ এবং বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত ৮ দফা দাবি বাস্তবায়ন করে সিলেটের অর্থনীতির গতি সচল রাখতে হবে।

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন বলেন, আমরা দল-মত নির্বিশেষে জনগণের অধিকারের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নিরাপদ সড়ক ও রেল যোগাযোগ নিশ্চিত করতে আধুনিকায়ন অপরিহার্য এবং নিরাপদ যাতায়াতের জন্য ঢাকা-সিলেট রুটে নতুন বিশেষ ট্রেন সার্ভিস চালু এবং বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা আবশ্যক।

কমলগঞ্জ সামাজিক ঐক্য পরিষদের সালেহ আহমদ বলেন, জনগণের প্রাণের দাবিগুলোর প্রতি সরকারের দ্রুত মনোযোগ দেওয়া উচিত। আমরা যেকোনো মূল্যে এই অঞ্চলের বঞ্চনা দূর করতে বদ্ধপরিকর।

কর্মসূচিতে আরও উপস্থিত থেকে সংহতি জানান পাপিয়া মইনু তমা, শাহিন মিয়া, সাকিব আহমদ, মশিউর রহমান সাকিব, রুহুল আমিন, ফাহিম আহমদ ইমন, মো. মুহিন মিয়া, আমিনুল ইসলাম,রুমেল মিয়া, ওয়াহিদ মিয়া, মোহাম্মদ মাসুক মিয়া, আল-আমিন মিয়া,মেরাজ মিয়া, রুহিন তালুকদার, আব্দুস সালাম,মো. মিলাদ আলী, ভূঁইয়া রাজন রেজা, আব্দুস সামাদ তালুকদার ,মাসুক মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed