অনলাইন ডেস্ক নিউজ ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যুদ্ধা শরিফ ওসমান হাদি চলেগেলেন নাফেরার দেশে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত থাকা ডা. আহাদ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।