এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) ১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল রহগীম বাবর,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন,
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিছা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পাহাড় কাটা, নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে কিছু কুচক্রী মহল বৃটিশ আমলের বজ্রপাত নিস্ক্রিয় করার অবশিষ্ট পিলার গুলি রক্ষা করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।