কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জাহিদ কমিনিটি সেন্টারে (২রা ডিসেম্ব ২৫) মঙ্গলবার রাতে দোয়া অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন যুবদলে সাধারণ সম্পাদক শেখ নোমান আহমেদ। আবুল হোসেন বলে তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করছি।”
মাহফিলে উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জমির আহমেদ জয় সহসভাপতি তৈয়র সহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করছে। তাদের মতে, নেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করতে এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য। জমির আহমেদ জয় এর পক্ষ থেকে জানানো হয়েছে, কমলগঞ্জের বিভিন্ন এলাকায় আরও দোয়া কর্মসূচি আয়োজন করা হবে।