1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গেলেন রাষ্ট্রপতি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৪ সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জের মুন্সিবাজারে দূর্গন্ধযুক্ত ও পচা টিসিবির চাল বিতরণের অভিযোগ মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি ‘দুধরাজ’ সাপ কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারের বিদায় সংবর্ধনা কমলগঞ্জে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা কমলগঞ্জে ৪৫ দিনের নবজাতকের ঘরে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ

হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গেলেন রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে জিনিসের দাম বাড়িয়েছে : বানিজ্য মন্ত্রী

হজের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনি ও তার পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান। পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে তিনি শুক্রবার বিকেলে কাবা শরিফে বিদায়ি তাওয়াফ সম্পন্ন করেন।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে ১০ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে আসেন গত ২৩শে জুন।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এর আগে রাষ্ট্র প্রধান তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্য সদস্যদের সাথে ২৪শে জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন।

রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরাসহ গত ২৬শে জুন (৮ জিলহজ) সোমবার রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান। পরদিন (৯ জিলহজ) আরাফাতের ময়দানে যান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অন্য হাজিদের ন্যায় পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটান।

তিনি সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সকল হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার ১০ জিলহজ আবার মিনায় ফিরে যান। রাষ্ট্রপতি সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ ও সাঈ সম্পন্ন করেন।

 হজের আনুষ্ঠানিক রীতিতে শয়তানকে পাথর মারার মধ্যে রয়েছে তিনটি স্তম্ভ, যা শয়তান এবং পাপের প্রতীকস্বরূপ।

হজের আনুষ্ঠানিক রীতিতে শয়তানকে পাথর মারার মধ্যে রয়েছে তিনটি স্তম্ভ, যা শয়তান এবং পাপের প্রতীকস্বরূপ।

ঈদুল আজহার প্রথম দিনে রাষ্ট্রপতি বড় শয়তানকে ছোট নুড়ি বা পাথর নিক্ষেপ করেন, যা তিনি মুজদালিফা থেকে রাতে সংগ্রহ করেছিলেন। এই কার্যক্রমটি হজরত ইব্রাহিম (আ:)-এর তিনটি স্থানে শয়তানকে পাথর ছুড়ে মারার একটি অনুকরণ। পরে রাষ্ট্রপতি আবার মিনা থেকে মক্কার রয়াল প্যালেস যান। গতকাল মক্কায় তিনি বিদায়ি তাওয়াফ করেন


সেখান থেকে মদিনায় যান।

রাষ্ট্রপতি মদিনায় হজরত মুহাম্মদ (সা:)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) আগামীকাল মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামী ৩রা জুলাই ঢাকায় অবতরণ করবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed