1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
আত্মঘাতি গোলে বাংলাদেশ হার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে খাসিয়াদের নববর্ষ‘খাসি সেং কুটস্নেম,অনুষ্ঠিত কমলগঞ্জে মুন্সিবাজার–রামেশ্বরপুর সড়কে কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ

আত্মঘাতি গোলে বাংলাদেশ হার

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ;;

মগড়া নদী দখলমূক্ত ও খনন করা নেত্রকোণাবাসীর দাবী

হারের পরেও নক- আউটে খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে বাংলাদেশ পরের দুই ম্যাচে বেশ ভালো কিছু করতে হবে। গ্রুপে সেরা দুই দলের সাথে ছয় গ্রুপে সেবা। খেলা হবে তৃতীয় নির্ধারনোর জন্য।

ক্রীড়া প্রতিবেদক : মিয়ানমার ম্যাচে অন্তত ১ পয়েন্টের আশায় ছিল বাংলাদেশ। সেটা পেতে সঠিক পথেই ছিল হাভিয়ের কাবরেরার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন রক্ষণের খেলোয়াড় মুরাদ হাসান। প্রতিপক্ষের কোনো ফুটবলারের চাপ না থাকা সত্ত্বেও উড়ে আসা ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে উল্টো বল নিজেদের জালে পাঠান।

এ আত্মঘাতী গোলেই পয়েন্টের আশা নিভে যায় বাংলাদেশ অলিম্পিক দলের। তাতে হার দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

হাংজুর জিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে গতকাল প্রথমার্ধে আধিপত্য ছিল মিয়ানমারের। বল পায়ে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারা।

কিন্তু এই অর্ধে ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। আর প্রতি-আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা চালায় বাংলাদেশ।

তবে প্রথমার্ধের শেষ দিকে সুযোগ আসে ফয়সাল আহমেদের সামনে। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু ৬৮ মিনিটে মুরাদ হাসান নিজেদের জালে বল জড়িয়ে মিয়ানমারকে এগিয়ে দেন তিনি।

এর পরও ম্যাচে ফেরার জন্য যথেষ্ট সময় ছিল বাংলাদেশের হাতে। তবে সুযোগও পেয়েছিল কয়েক বার। ৭৫ মিনিটে সময় ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার।

রক্ষণ ভেঙে বক্সে ঢুকতে যাওয়া মজিবুর রহমানকে পেছন থেকে ফেলে দেন এক ডিফেন্ডার। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের মিয়ানমারের ওপর চড়াও হয় বাংলাদেশ। তাতে গোলের সম্ভাবনাও বেড়ে যায়। ৮০ মিনিটে ২৫ গজ দূর থেকে রবিউল হাসানের বাঁকানো ফ্রি কিক লাফিয়ে ফেরান মিয়ানমার গোলরক্ষক। ৮৪ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া লাল-সবুজের। এবার বক্সের মুখে আবু সাইদের শট আটকে যায় এক ডিফেন্ডারের গায়ে। পরের মিনিটে সুমন রেজার হেড ফিস্ট করে ফেরান প্রতিপক্ষের গোলরক্ষক। আর যোগ করা সময়ে সুমন রেজার শট ক্রসবারে লেগে ফিরলে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার আশা শেষ হয়ে যায়।

এ হারের পরও নক আউটে যাওয়ার পথ খোলা বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে পরের দুটি ম্যাচেই দারুণ কিছু করতে হবে। গ্রুপের সেরা দুই দলের সঙ্গে ছয় গ্রুপের সেরা চারটি তৃতীয় স্থান পাওয়া দল যেতে পারবে নক আউট রাউন্ডে।

গত ২১শে সেপ্টেম্বর পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে কাবরেরার দল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed