1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
আগামী ৩০শে জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন - আলোরদেশ২৪

আগামী ৩০শে জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন

  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৬১ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)।।

বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভায় ২২৯১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মেয়র, কাউন্সিলার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা উন্নয়নের ফুলঝুরি শুনাচ্ছেন ভোটারদের কাছে।

মেয়র কাউন্সিলাররা সম্পূর্ণ সময় পার করছেন নির্বাচনী প্রচার-প্রচারনার মধ্য দিয়ে । বিশেষ করে মেয়র প্রার্থীরা রাতদিন বিরামহীন বিভিন্ন প্রচার প্রচারনা সহ ঘরোয়া ও উঠোন বৈঠক করে চলেছেন।এ যেন এক অন্য রকম আমেজ। পাড়া গাঁয়ের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি জায়গায় শুধু নির্বাচনী বিচার বিশ্লেষণ। কে হচ্ছেন মেয়র, কে হচ্ছেন কাউন্সিলার।

এদিকে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু দলীয় প্রতীক নৌকা না পেলে হাজার হাজার জনতার দাবিতে নির্বাচনে অংশ গ্রহন করছেন। সাবেক মেয়রের সমর্থনে জনসভা, মত বিনিময় সভা চালিয়ে যাচ্ছেন কর্মী ও সমর্থকরা। সাবেক মেয়রের সমর্থনের জোয়ার বেড়েই চলছে, গোলাপগঞ্জ পৌরসভার সর্বস্থরের জনগণ পুনরায় উন্নয়নের রুপকার জাকারিয়া আহমদ পাপলু কে মেয়র হিসেবে দেখতে চায়। তারা সকল ষড়যন্ত্রের জাল ছিন্নবিচ্ছিন্ন করে তাদের সরাসরি ভোটের মাধ্যমে জাকারিয়া আহমদ পাপলু কে পৌরসভার মেয়র বানাতে চায়।

পৌরসভার ১ নং ওয়ার্ড সরকারী এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ। ফুলবাড়ি পূর্বপাড়া (উত্তরাংশ) ভোটার ১২১৬ জন এবং ছিটা ফুলবাড়ি (আংশিক উত্তর) ১০৮৫ জন। মোট ভোটার ২৩০১ জন।

২ নং ওয়ার্ড ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া।ফুলবাড়ি পূর্বপাড়া দক্ষিনাংশ নিয়ে গঠিত ওয়ার্ডে মোট ভোটার ২৫২৩ জন।

৩ নং ওয়ার্ড ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা। ছিটা ফুলবাড়ি দক্ষিন (আংশিক) ৪১২ জন ও ঘোসগাঁও (উত্তর আংশিক) ১৪২৪ জন। মোট ভোটার ১৮৩৬ জন।

৪ নং ওয়ার্ড হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরস্বতি। সরস্বতি ১৬৪৭ জন ও কামারগাঁও ৭৫৭ জন। মোট ভোটার ২৪০৪ জন।

৫ নং ওয়ার্ড দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাড়িপাতন ১৬৪৭ জন এবং টিকরবাড়ি ১০৩২ জন। মোট ভোটার ২৭০৬ জন।

৬ নং ওয়ার্ড ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ব ঘোগারকুল ৩৬৩, পশ্চিম ঘোগারকুল ১৫৫০ জন ও বাদে রনকেলী ৮৩৬ জন। মোট ভোটার ২৭৪৯ জন।

৭ নং ওয়ার্ড রনকেলী ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়। রনকেলী দিঘীরপাড় ৪৩, উত্তর রনকেলী (নয়াগ্রাম) ২৯১২ জন। মোট ভোটার ২৯৫৫ জন।

৮ নং ওয়ার্ড কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স। রনকেলী ইয়াগুল ৭৯১, রনকেলী পূর্ব/পশ্চিম ১৩৩৭, রনকেলী নয়াটুল ৩৬৩ ও উপর বারকোট ৩১৮ জন। মোট ভোটার ২৮০৯ জন।

৯ নং ওয়ার্ড সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়। রনকেলী নরুপাড়া ১৪৬৯, ও রনকেলী দিঘীরপাড় ১১৬৪ জন। মোট ভোটার ২৬৩৩ জন।

গোলাপগঞ্জ পৌরসভায় মোট পুরুষ ভোটার ১১৫৯৭ জন, মহিলা ভোটার ১১৩১৯ জন। মোট ভোটার ২২৯১৬ জন।

এদিকে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা পৌরসভার সাবেক প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলু, ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, নৌকার প্রার্থী রুহেল আহমদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed