এম এ হাই
কমলগঞ্জ প্রতিনিধি::
তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে শুরু হয়েছে ওয়ার্ড কমিটি গঠন। জেগে উঠেছে দীর্ঘ সময় মামলা হামলায় নির্যাতিত নেতা-কর্মীরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় এখানকার নেতা-কর্মীদের প্রাণোচ্ছল দেখা গেছে। যুবদল কে সুসংগঠিত করতে পুরুষ কর্মীদের পাশাপাশি পিছিয়ে নেই মহিলা কর্মীরাও। তৃণমূলের এ ধরনের সভা সমাবে মোশাররফের নেতৃত্বে পুরুষ ও মহিলা কর্মীদেরও দেখা গেছে।
যুবদলকে শক্তিশালী করতে এখন দলের সাধারণ কর্মীদের কদর বেড়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হতে কর্মীদের কাছে ছুটছেন প্রার্থীরা। বেড়েছে নেতাদের সাথে কর্মীদের পারস্পরিক যোগাযোগ। সুসংগঠিত হচ্ছে দল। এমন পরিবেশ দলের নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ কর্মীরা। শুক্রবার সকালে উপজেলা ইসলামপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড ঘোরে এই তথ্য সংগ্রহ করে ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ হাই।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনানুযায়ী তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন দলের দুঃসময় দীর্ঘ ১৭ বছর মামলা হামলা অপেক্ষা করে নেতা কর্মী এবং দলকে সাজাতে দলের কর্মীদের নিয়ে বিভিন্ন সভায় উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রর পর্যন্ত নিয়ে গিয়েছি কোন কর্মির কাজ থেকে একটি টাকা নেইনি খরচের জন্য কারণ তারা আমার কর্মি তারেক রহমানের কর্মি।
তিনি বলেন দলকে শক্তিশালী করতে যাহ প্রয়োজন ইনশাআল্লাহ তাই করব।