1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নির্বাচনী প্রাচারণায় বাধা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমলগঞ্জে ইসলামপুর যুবদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কমলগঞ্জে বিদ্যুতের ছিঁড়া তারে পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু আমেরিকা প্রবাসী সুমনের বিবাহ উপলক্ষে স্বারক প্রধান কমলগঞ্জে রোজিনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবস্থান

নির্বাচনী প্রাচারণায় বাধা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৮৫৬ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরনির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছের পরিবারের সদস্যদের প্রচারণার সময়  বাধা ও লাঞ্ছিতের ঘটনার খবর পাওয়া গেছে।  স্থানীয় সূত্রমতে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় কুলাউড়া পৌরসভার ৭নং ওয়াডের দিঘীরপার পাশ্ববর্তী ভোটার কুদি মিয়ার বাসায় নারিকেল গাছ প্রতীকের ভোট চাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। শফি আলম ইউনুছের স্ত্রী ও মেয়ে জয়পাশা এলাকার কুদি মিয়ার বাড়িতে প্রবেশ করে ভোট  চাইতে যান। এসময় ইসমাইল, শাওন ও ইশতিয়াক নামের ৩/৪ জন লোক দ্রুত ওই বাড়িতে ডুকে তাদেরকে প্রচারণায় বাধা দিয়ে সরে যেতে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তারা সন্ত্রাসী কায়দায় হুমকির মাধ্যমে বলে চলে যাও বলে গায়ে ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি করে। নৌকার মার্কার স্লোগান দিয়ে পরিবেশ অশান্তি শুরু করে।

তবে এক পর্যায়ে বর্তমান মেয়রের স্ত্রী তাদেরকে বলেন আমি কেন তোমাদের কথায় এখান থেকে  চলে যাবো ভোট চাওয়া এটা আমাদের গণতান্ত্রিক অধিকার  আমার প্রচারণা শেষ করেই তবে যাবো। তারপরও তারা পিছু হটেনি। ঘটনার খবর পেয়ে শফি আলম ইউনুছের শালা মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জামাতা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মনি, ছেলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুর তাদেরকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়রাও উপস্থিত হয়ে ঘটনা প্রতিরোধ করার প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছের ছেলে মৌলভীবাজার  জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নির্বাচনের আগেই যদি এরকম বাধা ও হুমকি ধামকি শুরু করে দেওয়া হয়। তাহলে ভোটের দিন বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের সঠিক তদারকি ও আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানাচ্ছি।  স্থানীয় এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আমাদের এলাকায় এমন ঘটনার খবর শুনার পর থেকে স্থানীয়রা এখনো অনেক আতংকে আছে। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান হয়।

তবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বিনয় ভূষণ রায়কে ঘটনার বিষয়টি অবগত করা হয়েছে।  এসময় কুলাউড়া থানার ওসি বলেন যে, সব প্রার্থীরা তাদের ভোট প্রচারণা শান্তিপূর্ণভাবে ঝুঁকিমুক্ত প্রচার প্রচারণা করার লক্ষে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে সব সময় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed