কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সমাজ পরির্বতের নিরন্তর প্রচেষ্টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদান সংস্থা শরিষতলা” এর সদস্যদের মধ্যে টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(২৯ মে) শনিবার , সংগঠনের সভাপতি মাওলানা মাছুম আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আজমল আহমদে সঞ্চালনায় স্থানীয় শরিষতলা বাজারে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক রায়হান খান, প্রধান অতিথির বক্তব্যে রাখেন উলামা পরিষদের নির্বাহী সদস্য মাওলানা মুফতি মোশাহিদ কাসেমী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জনাব ঈমান উদ্দিন ঈমানি, হাজীপুর ব্লাড ফাইটার্স এর সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার আহমেদ শাহান, স্পন্দন রক্তদান ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক, জনাব ইমরান আমির আলী, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মাহবুবুর রহমান সহ আরোও প্রমুখ। সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ সুহেল আহমদ ও ( লন্ডন প্রবাসী) বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন এর দাতা সদস্য জনাব শামীম আহমদ ও লন্ডন প্রবাসী মাহমুদুর রহমান ( পারভেজ) অর্থায়নে এই টি-শার্ট বিতরন করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে টি-শার্ট তুলে দেন।