টে’লিভি’শনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সো’শ্যাল মি’ডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বি’নোদনের একমাত্র মাধ্যম।
আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বি’নোদনের জন্য সোশ্যাল মি’ডিয়ায় নির্ভর করি।
সেটা নাচ,গান,মাছ ধরা,সাপ ধরা,অশ্লীল ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এশিয়ার বৃহত্তম বৃহত্তম গবাদি পশু বাজার , বৃহত্তম গরু এবং মহিষের বাজার। দ্য গরুর বাজার ! গরু মোটাতাজাকরণ করতে আগ্রহী এমন অনেক লোক
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গরুর হাটে বেচাকেনা নিয়ে ব্যবসায়ীদের মনে ভর করেছে চিন্তা।
লকডাউনের কারণে দেশের বিভিন্ন স্থানে পশুর হাট বন্ধ করেছে প্রশাসন। ফলে ক্রেতা-বিক্রেতা রয়েছেন সংকটে।
ঈদের আগে পশুর হাট খুলবে কি না এ নিয়ে খামারি ও ক্ষুদ্র গরু ব্যবসায়ীরা শঙ্কায় পড়েছেন। তা ছাড়া অনলাইন পশুর হাটেও তেমন সাড়া মিলছে না।
তবে এই ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি নিয়ে দুই সিটি করপোরেশনের অবস্থান দুই মেরুতে।
এবার বাংলাদেশের আশ্চর্যজনক বিশাল গরু!যার দাম শুনে যে কেউ অবাক হয়ে যাবে!তেমনি ৫টি গরু নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়ে।