মোঃ মহিউদ্দীন খাঁন,কমলগনঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগনঞ্জের শমশেরনগরে করোনাকালীন মহাসংকট মোকাবেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নবধারা শমশেরনগর” এর উদ্যোগে ৩০ জন এতিম শিশুদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়। জার্মান প্রবাসী (তুরস্করে নাগরিক) মুরাট ইয়ালকিন এর অর্থায়নে ৩০ জন এতিম মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মধ্যে ১৫ দিনের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
কমলগনঞ্জে লক ডাউন নিয়ে চলছে লুকোচুরি খেলা
জামেয়া ইসলামিয়া দরুস সুন্নাহ মাদ্রাসা উছমানগড়, হযরত ফাতেমাতুযজহুরা (রঃ) গাউসুল আযম হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কালীপুর এবং হযরত মাহতাব উদ্দিন চৌধুরী (রঃ) হাফিজিয়া মাদ্রাসা সতিঝির গ্রাম এর এতিম ছাত্রছাত্রীদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শামীম আহমেদ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চুরি কৃত মালামাল উদ্ধার
চলমান লকডাউন পরিস্থিতিতে ক্ষুদ্র পরিসরে হলেও এই খাদ্য সামগ্রী পেয়ে ছাত্রছাত্রী শিক্ষক সহ কতৃপক্ষ অত্যন্ত আনন্দ প্রকাশ করে দাতার জন্য দোয়া করেন। আমরা জার্মান প্রবাসী তুরস্করে নাগরিক মুরাট ইয়ালকিন এর অর্থায়নের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন নবধারার সাথে সংশ্লিষ্ট সকল সদস্যগন বলেন জার্মান প্রবাসী মূরাট ইয়ালকিনের সাথে আমাদের সেতুবন্ধন তৈরী করে দেয়ার জন্য জার্মান প্রবাসী ফজলুর রহমানকে জানাই প্রাণঢালা অভিনন্দন।