কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউপি ভুইগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য নূর আহমেদ চৌধুরী বুলবুলের বাড়ী থেকে মঙ্গলবার (২৪শে আগস্ট) দুপুর ২টার দিকে তাসলিম আক্তার রায়না (১৭) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানার পুলিশ।
ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে দিলো স্বামী
এদিকে ইউপি সদস্য নূর আহমেদ চৌধুরী বুলবুল জানান যে, গৃহকর্মী রায়না গত এক বছর যাবৎ তাদের বাড়িতে কাজ করছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পাওয়ায় একপর্যায়ে বাথরুমে রায়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়। রায়না ভুইগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।
এখবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাদির হোসেন ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী রায়নার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন যে, গৃহকর্মী তাসনিমার আত্মহত্যার মূল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।