পরিমনি নষ্ট মেয়ে নির্দোষ নাসির বললেন রাঙ্গা
ডেস্ক নিউজ।।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগেই আগাম ফলাফল প্রকাশ হলো। এতে দেখা গেছে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন জায়েদ খান।
এমনকি প্রার্থিতা প্রত্যাহার করেও নির্বাচিত হলেন পরীমণিও। এ রায় প্রকাশ করলো অবুঝ মন নামের একটি টিয়া পাখি।
পাখিটি ভবিষ্যৎ বলে দিতে পারে চিঠির খামের সূত্র ধরে।
সম্পাদকমণ্ডলীর অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ আজাদ খান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নীরব, সাংগঠনিক সম্পাদক শাহ নূর এবং সহ সাধারণ সম্পাদক সায়মন সাদিক এর নামও উঠে আসে ‘অবুঝ মন’ নামে টিয়া পাখির গণনায়।
অপরদিক কার্যনির্বাহী ও অন্যান্য পদে টিয়া পাখির গণনায় অনেক শক্তিশালী প্রার্থীও পরাজিত হয়েছেনে। গণনায় যে ১১ জন বিজয়ী হলেন তারা হলেন- শাঙ্কু পাঞ্জা, রোজিনা, ডন, জেসমিন, নাদির খান, পরী মণি, অমিত হাসান, রবিউল ইসলাম হরবোলা, নানা শাহ, মৌসুমী ও কেয়া।
নিছক মজার জন্য ভিডিওটি করা হলেও টিয়া পাখির গণনা আর ভোটারদের রায় কতটা মিলে যায় তা সময়ই বলবে।
আজ ২৮শে জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে এফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা সমর্থকরা।