কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাসিদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানায় মৌখিক অভিযোগের ৪ ঘণ্টা মাথায় বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ কাঠ ব্যবসায়ী সেজে রসিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রসিদ আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।
থানার পুলিশ সুত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কমলগঞ্জ থানার এসআই বিজয় এর নেতৃত্বে পুলিশের একটি দল কাঠ ব্যবসায়ী সেজে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রসিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, গত সোমবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার খাঁর কোনা নামক স্থানে বাক প্রতিবন্ধী এক যুবতীক ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়। বর্তমানে ওই ধর্ষিতা যুবতী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়।