জি.এম.কৃষ্ণা শর্ম্মা, বিশেষ প্রতিনিধি।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কদমহাটা কালচারেল ক্লাব এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্ছ্বাসের আবাহনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
প্রকৃতিতে খানিকটা কোমল, মোলায়েম ভাব। এই শান্ত আবহের সাথে স্বাধীনতার উচ্ছ্বাস যোগ করেছে বাড়তি মাত্রা। কমলগঞ্জে সেই উচ্ছ্বাসের আবাহনই দেখা গেছে আজ শনিবার।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে রাজনৈতিক দল, প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধা নিবেদন করেছে।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টা কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুজকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়।কুচকাওয়াজ ও মার্চপাস্ট কমান্ডিং অফিসার হিসাবে ছিলেন এস আই কামরুল ইসলাম।
এই সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক রফিকুর রহমান,বিশেষ অতিথি কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ।