কমলগঞ্জে ১৬ই মার্চ মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত
অনলাইন ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ৪ঠা এপ্রিল সোমবার ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান যে, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন তিনি।
সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কে বা কারা থাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।