মোঃ বদরুল ইসলাম
হতাশায় যারা নিমজ্জিত, যারা আশার আলো দেখেনা
এমন মানুষ থেকে দূরে থাকাটাই শ্রেয় —-
কারণ এরা কখনোই সাফল্যের মুখ দেখবে না
চোখে যাদের এত আঁধার জমে আছে
কীভাবে তারা সমাজকে আলোকিত করবে?
এরা কোনোদিনই সমাজের সুফল বয়ে আনতে পারেনা,
পশ্চাতে নিন্দা আর অতীতের অর্জনেই খুশি থাকে,
এদের কাছে কখনোই ভালো কিছু আশা করা যায়না,
প্রগতির কথা শুনলে এরা মধ্যযুগকে আদর্শ মনে করে
মানুষের চেয়ে এরা ঈশ্বরবিষয়ক চিন্তাকে ভালোবাসে,
যদিও মনুষ্যত্ব বলতে কিছু খুঁজে পাওয়া যায়না
ওদের প্রাত্যহিক জীবনাচরণে।
ওদের থেকে দূরে থাকুন, ওরা থাকুক বিলাসী মগ্নতায়
সভ্যতার হাঁড়িতে বসে শীতনিদ্রা যাক কূপমণ্ডূক।