আর পড়ুন কমলগনঞ্জে লক ডাউন নিয়ে চলছে লুকোচুরি খেলা
কমলগঞ্জ প্রতিনিধি।।
নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের আগেই মুল্যবান মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। গত ১২ই মে দিবাগত রাতের কোন এক সময় বিদ্যালয়ের ২০ টি সিলিং ফ্যান, প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি ও উপকরন, কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জামাদি ও উপকরন, ১টি স্প্রে মেশিন, ১টি ইলেকট্রিক চায়ের কেটলি, ১টি ওজন মাপার মেশিন, ১টি মেইন সুইচ, ক্যাশ রেজিষ্টার, এসএমসি সভা রেজিষ্টার, প্রাক-প্রাথমিক উপকরণ, ষ্টক রেজিষ্টার, খেলা দোলার সামগ্রী ষ্টক রেজিষ্টারসহ প্রয়োজনীয় বিভিন্ন রেকর্ড রেজিষ্টারসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়। এ ব্যপারে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শামছুল ইসলাম ফারুক গত ১৪ মে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার এক সপ্তাহ ফেরিয়ে গেলেও চুর শনাক্ত করতে পারেনি পুলিশ।
চুরির ঘটনায় শনিবার (২১ মে) সকাল ১১টায় বিদ্যালয় এসএমসি ও পিটিএ কমিটির যৌথ উদ্যোগে অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দ্রæত সময়ের মধ্যে চুর শনাক্ত ও মালামাল উদ্বারে পুশি প্রশাসনের কাছে জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি, বিদ্যালয় এসএমসির সভাপতি শামছুল ইসলাম ফারুক, পিটিএ সভাপতি জিলা মিয়া, ভূমিদাতা সদস্য ছায়েদ আলী, সোলেমান মিয়া, আব্দুল মতিন, মোঃ আনোয়ার খা, আব্দুল মালিক, আব্দুল আহাদ, আব্দুল জলিল, মস্তরি মিয়া, মশাহিদ মিয়া, আব্দুল করিম, আব্দুল মজিদ, জমির মিয়া, সায়েক আলী, আহাদ মিয়া, ইমাদ মিয়া প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুর শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি।