আদালত অবমাননার শুনানি আগামীকাল জানেন না নিপুণের আইনজীবী
কমলগঞ্জ প্রতিনিধি।।
ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীদের শশস্ত্র হামলার শিকার হয়েছেন ২ যুবলীগ নেতা।তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়
এ ঘটনাটি ঘটেছে আজ ২২শে মে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে।
ঘটনার বিবরণে জানা যায়, মধ্যভাগ বাজারের ইউপি সদস্য মনির মিয়ার চা দোকানে বসে আদমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাকারিয়া সহ ৪/৫ জন ছাত্রলীগ ও যুবলীগকর্মী কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন সন্মেলন ও জেলায় সিভি জমাদানের বিষয়ে আলোচনা শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদমপুর যুবলীগের অর্থ সম্পাদক রুবেল হোসেন(২৮) ও যুবলীগনেতা
নাজিম উদ্দিন (৩০) মোটরসাইকেল যোগে আদমপুর বাজারে আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে মধ্যভাগ গ্রামের মৃত গফ্ফার মিয়া ছেলে যুবদল নেতা কবির মিয়া(৩৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো দা ও লাটিশোটা নিয়ে অর্তকিত শশস্ত্র হামলায় চালায় ।
এসময় তাদের আর্ত চিৎকারে এলাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রুবেল ও নাজিমকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় । তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি অফিসার ডাঃ মোঃ রুবেল আহমেদ বলেন যে, রোগীর অবস্থা আশংকাজনক মাথায় বড় কাটা তাকায় রক্তক্ষরণ বন্দ করা যাইতেছে না তাই তাকে (রোগী কে) মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হামলাকারীকে গ্রেফতারের খবর শুনাযানি।