1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আহমদ সিরাজকে শুভেচ্ছা স্মারক প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় পরিদর্শনে শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি কমলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কমলগঞ্জে প্রবাসীদের অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা ছাদ ঢালাই সম্পন্ন কমলগঞ্জে সহকারী শিক্ষক পদে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন

বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আহমদ সিরাজকে শুভেচ্ছা স্মারক প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫০৪ বার দেখা হয়েছে

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আহমদ সিরাজ

কমলগঞ্জ প্রতিনিধি।।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ গুনী সাংবাদিক সম্মাননা প্রাপ্তিতে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক আহমদ সিরাজকে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) -এর পক্ষ থেকে  স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

আজ ৭ই জুন (মঙ্গলবার) সন্ধায় উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে লেখক ও সাংবাদিক আহমদ সিরাজের বাড়িতে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।এ সময় শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) -এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবদুল হাই ইদ্রিছী  সাংবাদিক সাদিকুর রহমান সামু, শব্দচর সাহিত্য ফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জসিম, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড গুণী সম্মাননা  গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আসিসিবি) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।বিরল সম্মানে ভূষিত করায় বহুমাত্রিক গুণের অধিকারী এই নিভৃতচারী মানুষটি আজ অভিভূত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গবেষক আহমেদ সিরাজ বলেছেন, প্রায় চল্লিশ বছর ধরে সাংবাদিকতা ও এই ঘরানার কাজের সঙ্গে যুক্ত থাকলেও একটি বৃহৎ পরিসরে জাতীয় অঙ্গন থেকে এমন সম্মাননার গৌরব লাভে সত্যিই চমকিত।

উল্লেখ্য, ১৯৭৬ সালে সিলেটের মর্যাদাশীল যুগভেরী পত্রিকায় প্রথম লেখা প্রকাশ হয়। এছাড়া সিলেট সমাচার, সিলেট কন্ঠসহ একাধিক পত্রিকায় লিখতে থাকেন তিনি। বিভিন্ন লিটল ম্যাগাজিনেও নিরন্তর লিখে চলেন।  জাতীয় দৈনিক সংবাদ-এর নিজস্ব সংবাদদাতা হিসেবে ৫ বছর কাজ করেন আহমদ সিরাজ। এছাড়া দৈনিক প্রথম আলো,কালের কন্ঠ, সমকাল এবং এককালের স্বনামধন্য বাংলাবাজার পত্রিকায়ও ফিচার-নিবন্ধ ছাপা হয়েছে । একসময় তিনি শিক্ষকতা করেন এবং পরে কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে গ্রন্থাগার হিসেবে যোগ দিয়ে ২০১৬ সালে অবসর নেন। বর্তমানে তিনি আম্বিয়া কে,জি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন।

তৃণমূল সাংবাদিকতার পাশাপাশি এই কর্মপাগল মানুষটি নানান সংগঠন গড়ে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকণ্ডে নেতৃত্ব দানকারী, স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১২টি ভাষার সমন্বিত ভাষা উৎসব উদযাপন করেছেন ২০১৮ সালে। তিনি বইও লিখেছেন বেশ কয়েকটি।  যেমন : ফকির ইয়াছিন শাহ ও তাঁর সাধনতত্ত্ব, সুরমা থেকে সাগরে, আদিবাসী জাতপাত সমাজ ও সংস্কৃতি, বাঙালী বৃদ্ধিজীবীর দায়, ভানুবিলের কৃষক বিদ্রোহ ও অন্যান্য, ভাষা সংগ্রামী মোহাম্মদ ইলিয়াস-এর জীবন ও কর্ম, ভাবনার প্রজাপতি, লোকসংস্কৃতি মৌলভীবাজার জেলা (সংগ্রাহক গ্রন্থ)। এছাড়া ‘দিলওয়ার’সহ একাধিক গ্রন্থ সম্পাদনার পাশাপাশি এশিয়াটিক সোসায়টির গবেষণাপত্র, বাংলা একাডেমীর লোকসংস্কৃতি সংগ্রাহক হিসেবে পাণ্ডুলিপি প্রণয়নসহ বহুমুখী সৃজনশীল ও মননশীল কাজ করেছেন এবং এখনও করে চলেছেন নিভৃতচারী এই গুণী মানুষটি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed