অনলাইন ডেস্ক নিউজ।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টানা বর্ষণে ফলে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে টিলাধসে দুইজন আহত হয়েছেন এবং বেশকিছু গবাদি পশু মারা গেছে।
আজ শনিবার (১৮ই জুন) ভোরে টিলাধসে বসতঘরের ওপর মাটিচাপা পড়ে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায় যে, টিলাধসে একই পরিবারের কিশোরীসহ দুই ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। এ ছাড়াও মাটিচাপায় ওই পরিবারের পাঁচটি গরু, পাঁচটি ছাগলসহ কিছু হাঁস-মুরগি মারা গেছে। সেখানে টিলার ওপর ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ১০টি পরিবার আছে।
জুরি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসনের একটি দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী বলেন যে, ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।