অনলাইন ডেস্ক নিউজ।।
কমলগঞ্জে বাবা হত্যার আসামি ছেলে আটক
আজ বিশ্ব বাবা দিবস ভাষা ভেদে শব্দ বদলায়। স্থান ভেদে বদলায় উচ্চারণ। তবে বদলায় না রক্তের টান। ইংরেজিতে যাকে ‘ফাদার’, বাংলাতে তাকে ‘বাবা’। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার বহির প্রকাশ প্রতিদিনই ঘটে।
পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যেমনটাই মায়ের জন্য করেছে। এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন হয়।
আজ বছর ঘুরে এলো সেই রোববার, আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর দিবসটি পালিত হয় বাবা দিবস হিসেবে।
তবে সন্তানের কাছে বাবা যেনো বন্ধুর মতো। কারও বাবা পথপ্রদর্শক। অনেকেই তার বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনেক দেশে কার্ডও উপহার দেওয়া বাবাকে। যাদের বাবা বেঁচে নেই, তারা হয়তো বাবার জন্য দোয়া করে কেউবা আকাশের দিকে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি কে মনে মনে হাতড়ায়।
এ দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ইং সালে যুক্তরাষ্ট্রের বাবা দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ইং সালে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের।
সন্তানের মুখ থেকে বাবা শব্দটি যখন বেরিয়ে আসে তখন বাবার দুঃখ-কষ্টগুলো হারিয়ে যায় নিমেষেই। মায়ের অকৃত্রিম আদর, মমতা আর বাবার ভালোবাসার ছায়ায়, মায়ায় সন্তানের যে জীবন, সেই জীবনে শ্রদ্ধাবনত হওয়ার দিন। সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর ডাক বাবা।
মা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দেন। আর বাবা বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন। তাই বাবা দিবসে শুধু নয়, প্রতিদিন বাবাকে ভালোবাসতে হবে। শ্রদ্ধা জানাতে হবে তাঁকে। প্রতিদিন হোক বাবা দিবস। সবাই সব সময় বাবা/মাকে ভালোবাস।
Leave a Reply