1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে বললেন: ওবায়দুল কাদের - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমলগঞ্জের মাধবপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ কমলগঞ্জে আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল  দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকেঐক্যবদ্ধ থাকতে হবে’ -মহসিন মিয়া মধু ‘কিছু টাকা পয়সা হলেই নেতা হওয়া যায় না’ কলগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলে ‘মোশারফ হোসেন’ কমলগঞ্জে বিশ্ব বন ও সহ-ব্যবস্থাপনা দিবস পালন কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে বললেন: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

এমন ছাত্রলীগ আমরা চাইনা বললেন : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক নিউজ ::

ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (৬ই জানুয়ারী) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের শোভাযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পুরানা পল্টন, নূর হোসেন চত্বর ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয়।

সভায় উদ্বোধনী বক্তব্যে জনাব, ওবায়দুল কাদের বলেন যে, দুজন মানুষের মৃত্যু নেই। তাঁদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতা দিয়েছেন। আর মৃত্যু নেই শেখ হাসিনার, যিনি বাঙালি জাতিকে মুক্তি দিয়েছেন, বাঙালি জাতিকে বীরদর্পে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। লিগ্যাসি অব বঙ্গবন্ধু উইল নেভার ডাই, লিগ্যাসি অব শেখ হাসিনা উইল নেভার ডাই।

তবে নতুন নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন যে, বর্তমান ছাত্রলীগের নেতৃত্বের পতাকা যাঁদের হাতে, তাঁদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর যাত্রার সূচনা করতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে যেন দেরি না হয়, সে নির্দেশনাও দেন তিনি।

জনাব, ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পুরো মঞ্চ ভেঙে পড়ে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীরাও আহত হন।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে শুরু করেন জনাব, ওবায়দুল কাদের। তিনি বলেন যে, আজ স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে এত নেতা আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যেকোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা।

এসময়ে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত প্রমুখ।

সেতুমন্ত্রী্ গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের যৌথ সভায় বলেন।

আগামী ১১ই জানুয়ারি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির গণ-অবস্থান কর্মসূচির ভবিষ্যতে কী হবে জানি না। তবে আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা কাউকে আক্রমণ করব না। আক্রান্ত হলে উদ্ভূত পরিস্থিতি কী জবাব দেবে, প্রশাসন জবাব দেবে, নাকি পার্টি দেবে, সেটা তখন সময়ই বলে দেবে।

বিএনপির কর্মসূচিতে সহিংসতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন যে, ‘আপনি আমাকে বারবার মারবেন, আমি চুপ করে থাকব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, তা কি হয়! এটা হয় না। আমরা সারা দেশেই আগে যেমন ছিলাম, টিক তেমনই সতর্ক অবস্থায় থাকব আমরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed