1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু - আলোরদেশ২৪

সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৩৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রংপুরে নিমার্ণাধীন ১টি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করা অবস্থায় লিটন ও হুমায়ূন নামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (২৩শে জুন) শুক্রবার সকালে নগরির হাজিরহাট থানা এলাকা বখতিয়ারপুরে এ ঘটনা ঘটে।

নিহত লিটন বখতিয়ারপুরের সামসুল হকের ছেলে এবং হুমায়ূন সদর উপজেলার পানবাড়ি এলাকার মান্দার আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, হাজিরহাট থানা এলাকার বখতিয়ারপুরের বাসিন্দা এনামুল হকের নির্মাণাধীন বাড়ির ৩৩ ফুট গভীরতার সেপটিক ট্যাংকে কাজ করছিলেন হুমায়ূন ও লিটন নামে দুই নির্মাণ শ্রমিক। সকাল সাড়ে ১১টার দিকে সেপটিক ট্যাংকে নামেন তারা। এসময় ট্যাংকের নিচে পানিতে কাজ করা অবস্থায় লিটন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে টেনে তুলতে গিয়ে হুমায়ূনও মই থেকে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

তবে এঘটনায় নির্মাণাধীন বাড়ির মালিক এনামুল হকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed