অনলাইন ডেস্ক নিউজ::
গাজর শুধুমাত্র একটি সুস্বাদু খাবার নয়, এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়ামসহ নানা জরুরি ভিটামিন ও খনিজ। এর পাশাপাশি গাজরে রয়েছে লিউটিন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক। বিশেষজ্ঞরা বলছেন, গাজরের জুস নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমনি দূরে থাকে নানা জটিল অসুখ।
ইমিউনিটি বাড়াতে গাজরের জুস:-
ভিটামিন এ ও সি সমৃদ্ধ গাজরের জুস শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, যা ইমিউনিটিকে চাঙ্গা রাখতে সাহায্য করে। এতে সংক্রামক রোগের ঝুঁকি কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় গাজরের জুস অন্তর্ভুক্ত করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
গাজরক্যানসার প্রতিরোধে সহায়ক:-
গাজরের জুসে রয়েছে পলিঅ্যাসিটাইলিনেস, বিটা ক্যারোটিন এবং লিউটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। এই মরণব্যাধি থেকে রক্ষা পেতে নিয়মিত গাজরের জুস পান করা উচিত। বিশেষ করে ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে এর উপাদানগুলো বেশ কার্যকর।
গাজর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:-
গাজরের জুসের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তে সুগারের মাত্রা বাড়ায় না, বরং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তবে ডায়াবেটিস রোগীরা গাজরের জুস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
গাজর হৃদরোগ প্রতিরোধ:-
গাজরের জুসে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডসের মাত্রা হ্রাস করতেও সহায়ক। নিয়মিত গাজরের জুস খেলে হার্ট থাকবে সুস্থ।
গাজরে লিভারের যত্ন:-
গাজরের জুস লিভারের প্রদাহ কমায় এবং ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা ক্যারোটিনয়েডস লিভারের ফ্যাট জমতে বাধা দেয়, ফলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।
সব মিলিয়ে, গাজরের জুস নিয়মিত খেলে আপনি পাবেন নানা উপকার, যা আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখবে।