কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্ব) দুপুরে বিদ্যালয়ের হল রুমে পৌর এলাকার ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলীর পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
প্রধান অতিথি জয়নাল আবেদীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।’
প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ম্যানেজিং কমিটির সদস্য মো.আব্দুর রব, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ প্রমুখ।
শিক্ষা উপকরণ বিতরণকালে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।