1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সিলেট এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের প্রতারনার শিকার শতাধিক ক্রেতা - আলোরদেশ২৪

সিলেট এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের প্রতারনার শিকার শতাধিক ক্রেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৯ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)

সিলেটের কদমতলী পয়েন্টে অবস্থিত আন্তর্জাতিক মালামাল আদান প্রদানের অন্যতম কোম্পানি এস.এ.পরিবহন কুরিয়ার সার্ভিস। এই কোম্পানির মাধ্যমে বিশ্বের সব দেশেই মালামাল আদান-প্রদান করা হয়। বিগত কয়েক বছর থেকে সকল পণ্য সঠিক আদান-প্রদান চললে অনলাইন মালামাল ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছে কোম্পানি। অনলাইন ব্যবসায়ীদের সাথে প্রতারনায় যুক্ত হয়েছে এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস। অনলাইনে পণ্য বিক্রেতারা একটি দ্রব্য দেখিয়ে এরপর অন্য কমদামের একটি দ্রব্য এস.এ. পরিবহনে পাঠিয়ে দেয় তারপর কোম্পানির কর্মীরা প্রথমে বিল (টাকা) গ্রহণ করে এরপর ক্রেতাদের হাতে ভুয়া দ্রব্য দিয়ে দেয়।

ঘটনা সূত্রে জানা যায় যে, গোলাপগঞ্জের বিশিষ্ট সাংবাদিক রাসেল আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা প্রতারক মোবাইল বাজার কোম্পানিতে আইফোন ১১ প্রো মোবাইল অর্ডার করেন। এরপর অনলাইন মোবাইল বিক্রেতারা এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে বিল পরিশোধ করে আইফোন মোবাইলটি সংগ্রহ করার জন্য বলে। সাংবাদিক রাসেল আহমদ এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসে গিয়ে সম্পূর্ণ ঠিকানা দেখেন তার নামে পণ্যটি আসছে।
এরপর তিনি প্রতারক অনলাইন বিক্রেতাদের মোবাইলের নির্দিষ্ট মূল্য ৩৬০০০ (ছত্রিশ হাজার) টাকা এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস ক্যাশকাউন্টারে জমা দেন। তারপর সেখানকার কর্মীরা পণ্যের বাক্সটা তার হাতে তুলে দেন এবং সাংবাদিক রাসেল আহমদ সাথে সাথে বাক্সটা খুলে দেখেন কয়েকটি মার্বেল পাথর দিয়ে বাক্সটি পরিপূর্ণ করা। অথচ এই বাক্সের মধ্যে আইফোন ১১ প্রো মোবাইল ফোন থাকবে বলে জানিয়েছে প্রতারক অনলাইন বিক্রেতারা।

স্থানীরা জানান, এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে প্রতিদিন ১০-১২ জন অনলাইন ক্রেতারা প্রতারনার শিকার হয়ে কান্নাকাটি করে বাড়ি ফেরেন।

বিল পরিশোধের পর রিসিট কাগজে দেখা যায়, উল্লেখিত অনলাইন মোবাইল বাজার কে মার্ট টেলিকম নামে পরিচিত। অনলাইন প্রতারক বিক্রেতারা ০১৮৪২৬৪১২৭৪,০১৭০৬২২২৮০৮ এবং ০১৮৪২৬৪১৩৭৩ এই নাম্বারগুলো দিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ করে। অতএব উক্ত বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাখো মানুষকে প্রতারনার হাত থেকে রক্ষা করে এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কে মার্ট টেলিকমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed