1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মৌলভীবাজারে বন্ধুনীড় এর পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ - আলোরদেশ২৪

মৌলভীবাজারে বন্ধুনীড় এর পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৮৫৮ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বন্ধুনীড়  সামাজিক সংগঠন মৌলভীবাজার এর ২০২১-২০২৩ এর ৫১ সদস্য বিশিষ্ঠ্য পূর্নাঙ্গ কমিটির অনুমোদন হয়।

গতকাল (২৪শেমার্চ) বুধবার এর নতুন কমিটির আত্মপ্রকাশ হয়। এর আগে ১৯শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আজ  উক্ত সংগঠনের (২০২১-২০২৩)ইং সালের সভাপতি এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাজু ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান কে নিয়ে ৫১ সদস্য বিশিষ্ঠ্য ২ বছরের কমিটি সংগঠনের সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে প্রকাশিত করা হয়।

উক্ত কমিটির সভাপতিঃ এম হাবিবুর রহমান,সহ-সভাপতিঃতানভীর হোসেন আনোয়ার,সহ-সভাপতিঃ ফুয়াদ হাসান দুরুদসহ-সভাপতিঃ সুহিন উদ্দিনসহ-সভাপতিঃ পিকলু সেন সাধারণ সম্পাদকঃ ইয়াছির আরাফাত রাজু যগ্ন-সাধারণ সম্পাদকঃসায়েক আহমেদসাংগঠনিক সম্পাদকঃ আতিকুর রহমান যুগ্ম-সাংগঠনিক সম্পাদকঃশহিদুল ইসলাম রাব্বি যুগ্ম-সাংগঠনিক সম্পাদকঃহায়দার আলী নয়নযুগ্ম-সাংগঠনিক সম্পাদকঃমাজহারুল ইসলাম প্রচার সম্পাদকঃজহিরুল ইসলাম সহ-প্রচার সম্পাদকঃমঞ্জুর হোসেন সোহাগ অর্থ সম্পাদকঃকুদ্দুছ আহমেদ সহ-অর্থ সম্পাদকঃমাসুম আহমেদদফতর সম্পাদকঃজাহেদ আহমেদ সহ-দফতর সম্পাদকঃজাহাঙ্গীর আলম মহিলা বিষয়ক সম্পাদিকাঃশেখ আফসানা সহ-মহিলা বিষয়ক সম্পাদিকাঃপ্রিয়াংকা শেখ এমি ক্রীড়া বিষয়ক সম্পাদকঃবিল্লাল হোসেন সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদকঃতাহমিদ হাসান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃশফিক আহমেদসহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃমিতুন দেবধর্ম বিষয়ক সম্পাদকঃআব্দুস সামাদ সহ-ধর্ম বিষয়ক সম্পাদকঃহিফজুর রহমান তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদকঃএস এম কিবরিয়া সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদকঃমোজাফ্ফর ইমাদসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃহাবিবুর রহমান পারভেজসহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃইমন আহমেদ সোহাগত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকঃফাহিম আহমেদ  সহ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকঃরায়হান আহমেদ ছাত্র বিষয়ক সম্পাদকঃশেখ মোহাম্মদ মারুফসহ-ছাত্র বিষয়ক সম্পাদকঃআলামিন আহমেদ ছাত্রী বিষয়ক সম্পাদিকাঃজয়া চক্রবর্তী সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকাঃশরিফা চৌধুরী শিশু বিষয়ক সম্পাদিকাঃমিলি দেব সহ-শিশু বিষয়ক সম্পাদিকাঃশ্রাবন্তি বিশ্বাস এনিকার্যনির্বাহী সদস্যঃজাহিদ আহমেদ,তানভীর আহমেদ মাহি,মাহিবুর রহমান,রাহিন আহমেদ,আফজাল হোসেন,মোঃরায়হান,রুজেল আহমেদ,মো শিপু,মন্জুর মিয়া,এমদাদুল ইসলাম,শাওন আহমেদ,জুবায়ের আহমেদ,ফাহিম খান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed