1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মৌলভীবাজার ১৪২ জন নতুন করে করোনা আক্রান্ত মৃত্যু-৩  - আলোরদেশ২৪

মৌলভীবাজার ১৪২ জন নতুন করে করোনা আক্রান্ত মৃত্যু-৩ 

  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় একদিনে ১৪২ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এদিকে জেলার তিন উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনাক্তের হার ৫৩ শতাংশ।

রোববার (১১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন করোনা আক্রান্তের এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত ১৪২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, রাজনগরে ১০ জন, কমলগঞ্জে ১০ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ২০ জন, জুড়ীতে ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৬৬১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৭ জন শ্রীমঙ্গল, ৭ জন রাজনগরের ও কমলগঞ্জের ৩ জন রয়েছেন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮৮ জন। যার মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৭৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া জেলায় সরকারি হিসেবে এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।

এদিকে রাজনগর উপজেলায় পূর্ব মশরিয়া গ্রামে কয়ছর মিয়া (৫০), বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর শিমুলিয়া গ্রামের হাজী ফখর উদ্দিন (৭০)ও কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আল্পনা বেগম (৪৫) করোনা আক্রান্তে মৃত্যু হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed