ভারতের নুপুর শর্মার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক গ্রেপ্তার
নির্মল এস পলাশ কমলগঞ্জ বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায়
আগামীকাল (১৭ই শনিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় মণিপুরী ললিতকলা একাডেমির হল রুমে রবীন্দ্র সংগীত শিল্পী লাভলী সিনহার একক রবীন্দ্র সংগীতানুষ্ঠানে আয়োজন করা হয়ে।
স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের সমন্বয় এ শিল্পীকে গানের জগতে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
গানের জন্য লাভলী সিনহা ছোটবেলা থেকেই বিভিন্ন উস্তাদের কাছে তালিম নিয়েছেন।
রবীন্দ্রনাথের গান ও গানের বার্তাটি সফলভাবে পৌঁছে দেওয়ার জন্য তিনি গায়ে চলছেন এমনটাই বলেন আলাপকালে। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত আসরে।নিয়মিত অনুষ্ঠান করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন করেছেন।
মণিপুরী ললিতকলা একাডেমি গবেষণা কর্তাকর্তা প্রভাস চন্দ্র সিংহ বলেন।লাভলী সিনহা তার নিজস্ব এক গায়কী ভঙ্গি ও কণ্ঠের সুমধুরতা দর্শকদের জয় করে নিয়েছেন। আমাদের এই সংগীত উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ।