1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে হযরত শাহ্ আজম রহ. দরগাহ্ শরীফের পীর ছাহেবের ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল সম্পন্ন - আলোরদেশ২৪

কমলগঞ্জে হযরত শাহ্ আজম রহ. দরগাহ্ শরীফের পীর ছাহেবের ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা নিক্ষেপের সন্দেহে আটক ৩

কমলগঞ্জের হযরত শাহ আজম রহ দরগাহ শরীফের পীর ছাহেব, হাজারো আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ২য় বার্ষিকী ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল হযরত শাহ্ আজম রহ. দরগাহ শরীফে অনুষ্ঠিত হয়। হযরত শাহ আজম রহ. এর সুযোগ্য নাতি ক্বারী মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী এর পরিচালনায় প্রথম অধিবেশনে সকাল ১০টা থেকে পবিত্র কোরআন শরীফের খতম, খতমে খাজেগান, দালায়িলুল খাইরাত খতম, হিজবুল বাহার শরীফের খতম করা হয়। বাদ আসর থেকে ধারাবাহিক ভাবে আলোচনা করেন ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, সিলেটের রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী ছাহেব।

আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব, আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা কাজী আলম চৌধুরী সাহেব। অতিথি বৃন্দ তাদের আলোচনায় বলেন, নিঃসন্দেহে হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. ছিলেন, একজন দরবেশ, সুফি, আল্লাহ তায়ালা একজন মকবুল ওলি। এবং তার প্রতিষ্ঠিত দ্বীনি মাদ্রাসা ও মসজিদ সদকায়ে জারিয়ার সকল খেদমত এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পীর ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ভক্তবৃন্দের মহরোহেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে ও আউলিয়া কেরামের মহব্বতে সিক্ত হয়েছে হযরত শাহ আজম রহ দরগাহ্ শরীফ। ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদের মোতাওয়াল্লী আবদুল গনি মাষ্টার সাহেব, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় পৌর ৮নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মোহাম্মদ আহাদুর রহমান বুলু, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, হযরত শাহ্ আজম রহ. সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, মৌলভীবাজার জেলার আল ইসলাহ সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী, মোহাম্মদ আবদুল মুমিন আলাল, মোহাম্মদ শেখ আব্দুল মুহিদ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ মিয়া, মোহাম্মদ আহাদ আলী, পৌর যুবলীগ নেতা মাহবুব হাসান রিপন, মোহাম্মদ ফুয়াদ তরফদার, কয়ছর আহমদ, উপজেলা যুবদল নেতা কয়েছ আহমদ, ডাঃ বাবুল হোসেন, ডাঃ বেলাল হোসেন, মুক্তিযুদ্ধা মোহাম্মাদ আনছর মিয়া, ইমান্স ফ্লিট এন্ড ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমেদ, পৌর তালামীযের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হিফজুর রহমান, পৌর তালামীয সভাপতি মোহাম্মদ তৌফিক এলাহি, পৌর ০৮নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, সম্পাদক মোহাম্মদ আবদুস সত্তার, শিপন আহমদ, পৌর ০৭নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মোহাম্মদ ক্বারী ডাঃ মোস্তাক আহমদ, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মাদ আব্দুল বাছিত, মোহাম্মদ লালন মিয়া, মোহাম্মদ রেমান আলী, মোহাম্মদ চেরাগ আলী, মোঃ ফেরদৌস মিয়া, শেখ মোহাম্মদ তানিম, মামুন আহমদ, সহ এলাকার সম্মানিত ইমাম ছাহেব বৃন্দ, আলেম উলামা ও হযরত শাহ আজম রহ.ও হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব রহ. মুরিদীন, মুহিব্বীন ভক্তবৃন্দসহ এলাকার সকলেই উপস্থিত ছিলেন। ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম রহ. দরগাহ্ শরীফের বর্তমান পীর ছাহেব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed