1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
স্কুল খোলে ছেলেমেয়েদের কে মৃত্যুর মুখে ঠেলে দিব নাকি সংসদে প্রধানমন্ত্রী বলেন - আলোরদেশ২৪

স্কুল খোলে ছেলেমেয়েদের কে মৃত্যুর মুখে ঠেলে দিব নাকি সংসদে প্রধানমন্ত্রী বলেন

  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।। কোভিট১৯ এ সারা বিশ্বের মানুষ আতংকে। টিক সেই সময় স্কুল খোলার দাবি করে দেশের ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন কিনা সংসদ সদস্যদের তা বিবেচনা করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন যে, শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এর জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারব না।

আজ (৩লা জুলাই) শনিবার চলতি একাদশ সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এর বক্তব্যের জবাবে তিনি এই কথা বলেন।

কমলগঞ্জে ১৫২ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেল

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে শিক্ষা খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন যে, আমরা সর্বস্তরে শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় বই দিচ্ছি। করোনাকালে স্কুল শুরু হবে এজন্য শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতো, ব্যাগ কেনা ও স্কুল ফিডিংয়ের জন্য বাজেটে টাকা রেখেছি। স্কুল বন্ধ আছে কিন্তু পড়া-শুনা যাতে বন্ধ না হয় সেজন্য সংসদ টিভি চালু আছে। আমরা রেডিও উন্মুক্ত করে দিয়েছি। রেডিওর মাধ্যমে পাঠ চলছে। যেভাবে সম্ভব পড়া-শুনার কাজটি চালিয়ে রাখতে আমরা সক্ষম।মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ভূমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং

দেশের শিক্ষা-প্রতিষ্ঠান খোলার দাবির জবাবে শেখ হাসিনা বলেন যে, স্কুল বন্ধ এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা আবার সব স্কুল খুলে দেব। এর আগে আমরা শিক্ষা-প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম তখনই সারা বিশ্বে কোভিট-১৯ মহামারি এমনভাবে ছড়িয়ে পড়লো! যে, আর তার ধাক্কা এসে পড়লো আমাদের মাঝে। এখন তো শিশুদেরও করোনা সংক্রমণ হচ্ছে। লেখাপড়া শিখবে কিন্তু এর জন্য কি? মৃত্যুর মুখে জেনেশুনে ঠেলে দেব তা মাননীয় সংসদ উপনেতা তা একটু বিবেচনা করবেন। বলার জন্য বলতে পারেন, কিন্তু এটাও একটু চিন্তা করবেন ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলেদিব কিনা?

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

নিজের নাতিরা ও ছেলে-মেয়েরা বিদেশে পড়াশোনা করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে,  বিদেশে আমরা দেখেছি সবই অনলাইন। একটু খুললো আবার মহামারি ছড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে আবার সব বন্ধ। ঘরে বসে কাটাচ্ছে সময়। তারা অপশনও দিচ্ছে। যারা ঘরে বসে পড়বে তারা পড়ছে। যারা যাচ্ছে স্কুলে যাচ্ছে। আবার যখন করোনা বেশি ছড়ায় সঙ্গে সঙ্গে বন্ধ করছে।

কমলগঞ্জে চিকিৎসায় অবহেলায় মায়ের মৃত্যু

শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বে এই অবস্থা। সেটা সবাইকে ভাবতে হবে বলে সরকার প্রধান এমনটাই মন্তব্য করলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed