1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিশ্ব হার্ট দিবস পালিত হয় মৌলভীবাজারে - আলোরদেশ২৪

বিশ্ব হার্ট দিবস পালিত হয় মৌলভীবাজারে

  • প্রকাশিত : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০০ বার দেখা হয়েছে

কমলগঞ্জে স্ত্রীর বাড়ির পাশে স্বামীর লাশ

মোঃমহিউদ্দীন খাঁন।।কমলগনঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি।।

“হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন”

এ প্রতিপাদ্য নিয়ে আজ (২৯শে সেপ্টেম্বর) বুধবার মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস ২০২১ইং পালিত হয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ,মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু ,সভাপতি,হার্ট ফাউন্ডেশন,মৌলভীবাজার জেলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বকসী ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হার্ট ফাউন্ডেশন,মৌলভীবাজার জেলা, সৈয়দ নওশের আলী খোকন,সাধারন সম্পাদক, হার্ট ফাউন্ডেশন,মৌলভীবাজার জেলা, প্রফেসর সৈয়দ মুহিবুর রহমান, প্রফেসর মো: শাহজাহান, মো: লিয়াকত আলী, বাংলাদেশ টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি হাসানাত কামাল,রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রযোজক মো: আল-আমিন প্রমূখ।

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বকসী ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হার্ট ফাউন্ডেশন,মৌলভীবাজার জেলা।

এসময়ে তিনি বলেন যে, আজকে বিশ্ব হার্ট দিবস। আমাদের সবাইকে সচেতন করার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ,মৌলভীবাজার জেলা বিশ্ব হার্ট দিবস পালন করছে। এছাড়াও বক্তব্য রাখেন ডা: পদ্মমোহন সিনহা, ভাইস প্রিন্সিপাল,ম্যাটস, মৌলভীবাজার।

তিনি বলেন যে, হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অঙ্গটি আমাদের বুকের মাঝখানে থাকে তার দুইদিকে ফুসফুস থাকে। হার্ট আমাদের জীবন রক্ষাকারী অঙ্গ এবং এটা আমাদের দেহের পরম বন্ধু কিন্তু স্পর্শকাতর অঙ্গ। হার্ট আমাদের রক্ষা করে, কিন্তু হার্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য রোগের মতো চিকিৎসা পাওয়ার অতটা সময় পাওয়া যায় না। এর জন্য হার্টের প্রতি যত্নশীল হতে হবে। হার্টকে গুরুত্ব দিতে হবে।

এসময়ে আরোও বক্তব্য রাখেন, ডা: প্রজ্ঞা মাহজাবিন তিনি বলেন যে, হৃদরোগ হওয়ার আগে হৃদরোগ প্রতিরোধ করাটা আমাদের সবার জন্য উচিত।

এ বিষয়ে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে পারি তাহলে আমাদের হৃদয়ের পরিপূর্ণভাবে যতœ নিতে পারবো। সভাপতির বক্তব্যে সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন যে, আমাদের লক্ষ্যে হলো মৌলভীবাজারে একটা হার্ট ফাউন্ডেশন গড়ে তোলা।

সেই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। উল্লেখ্য,বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ,মৌলভীবাজার জেলার আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রিতে প্রেসার মাপার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed